জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতিতে মাদারীপুরে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় এক বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা হয়েছে।
আনন্দ র্যালীটি স্বাধীনতা অঙ্গন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বাধীনতা অঙ্গনে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার শাহজাহান হাওলাদার। উপস্থিত ছিলেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ পেশাজীবি ও সংগঠন।
এদিকে শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবিসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করে। আনন্দ র্যালীটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান,মুক্তিযুদ্ধকালীন ২নং এরিয়া কমান্ডার মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা প্রমূখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে রাজৈর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন ব্যাপক কমসূচি পালন করে। এ উপলক্ষে সরকারি রাজৈর ডিগ্রি কলেজ ও রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় পৃথক পৃথকভাবে বর্ণাঢ্য আনন্দ র্যালী,আলোচনা সভা,চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরনী সভার আয়োজন করে। রাজৈর কলেজ ক্যাম্পাস র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক নূর মোহাম্মদ আজাদ,নিতীশ চন্দ্র দাস,নিত্যানন্দ হালদার,বিকাশ চন্দ্র বিশ^াস ও অন্যান্য শিক্ষকমন্ডী প্রমুখ।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সির সভাপতিত্বে অনুরুপ অনুরুপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনও ব্যাপক কর্মসূচির আয়োজন করে।